করোনায় সৌদি প্রিন্সের মৃত্যু !!
করোনাভা’ইরাসে আ’ক্রান্ত হয়ে সৌদি আরবে রাজপুত্রের মৃত্যু হয়েছে। সৌদি আরবের সরকারি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, বৃহস্পতিবার কোভিড-১৯ এর কারণে একজন সৌদি যুবরাজ মারা গেছেন।বলা হচ্ছে, মরণঘাতী করোনাভা’ইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন তিনি। সৌদি রয়াল কোর্ট তার মৃত্যুর খবর নিশ্চিত করলেও কারণ জানায়নি।
তার মৃত্যুর একদিন পরেই রাজপরিবারের চিকিৎসকদের একটি সূত্র জানায়, অনেকেই ভা’ইরাসটিতে আ’ক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। কেউ কেউ হাসপাতালে না গিয়ে নিজ প্রাসাদে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন।সৌদ বিন আবদুল্লাহ বিন ফয়সাল আব্দুল আজিজ আল সৌদের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছে সৌদি প্রেস এজেন্সি। তবে তার মৃত্যুর কোনো কারণ উল্লেখ করেনি তারা। বৃহস্পতিবার তার মৃত্যু হয়।
নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সৌদি রাজ পরিবারের ১৫০ জন রাজপুত্র করোনাভা’ইরাসে আ’ক্রান্ত হয়েছে।তবে এই তথ্যের সঙ্গে একমত নন দেশটির গোয়েন্দা সংস্থার প্রধান তুর্কি আল-ফয়সাল। তিনি বলেন, রাজ পরিবারে করোনাভা’ইরাসে আ’ক্রান্তের সংখ্যা ২০ জন হতে পারে।
দ্য সান বলছে, সৌদি আরবে করোনাভা’ইরাসের পরিস্থিতি বেশ নাজুক। দেশটির চিকিৎসক ডক্টর নেজার বাহাব্রি বলেন, বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ১ হাজার ২০০ জন রোগীকে দেশটির বিভিন্ন হাসপাতালে ভেন্টিলেটর দিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। বিশেষ করে জেদ্দা ও রাজধানী রিয়াদের অবস্থা বেশ বেশ খারাপ।
তিনি বলেন, ঈদ-উল-ফিতরের কারণে সৌদিতে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কারণ আমি যাদের চিকিৎসা দিচ্ছি, তাদের লক্ষণ ঈদের আগে বা পরেই দেখা দিতে শুরু করে।এখন পর্যন্ত সৌদি আরবে প্রা’ণঘা’তী এই ভা’ইরাসে লক্ষাধিক মানুষ আ’ক্রান্ত হয়েছেন। মারা গেছে সাত শতাধিক মানুষ।