পুরো চীনের থেকে আরো বেশি আ’ক্রান্ত ভারতের মহারাষ্ট্র রাজ্যে !!
প্রতিদিন ভ’য়াবহভাবে বাড়ছে প্রা’ণঘা’তী করোনার তাণ্ডব। প্রতিবেশী দেশ ভারতে মোট আ’ক্রান্ত আড়াই লাখ ছাড়িয়েছে। দেশটির মহারাষ্ট্র রাজ্যেই এখন ভাইরাসটির উৎপত্তিস্থল চীনের থেকে বেশি আ’ক্রান্ত। মহারাষ্ট্র রাজ্য সরকারের দেয়া তথ্য অনুযায়ী, সেখানে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭ জন নতুন করে কভিড-১৯ পজিটিভ হয়েছেন। তাতে মোট আ’ক্রান্ত ৮৫ হাজার ৯৭৫ জন। মৃত্যু ৩ হাজারের উপরে।
চীন সরকারের দেয়া তথ্য অনুযায়ী, তাদের দেশে এখন পর্যন্ত ৮৩ হাজার ৩৬ জন নতুন এই রোগটিতে আ’ক্রান্ত, যাদের অধিকাংশই সুস্থ। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের সবশেষ হিসাব অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত মোট আ’ক্রান্ত হয়েছে ২ লাখ ৫৭ হাজার ৪৮৬ জন, মৃত্যু ৭ হাজার ২০৭ জনের। গোটা পৃথিবীতে এই রোগটিতে ৪ লাখ ৬ হাজার ১০৭ জনের মৃত্যু হয়েছে।
মোট আ’ক্রান্ত ৭০ লাখ ৮৬ হাজার ৮ জন। বিপরীতে সুস্থ হয়েছেন ৩৪ লাখ ৫৯ হাজার ৯৭২ জন। মৃত এবং আ’ক্রান্তের সংখ্যায় শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৬৯১ জনের মৃত্যু হয়েছে। তাতে সেখানে এখন পর্যন্ত ১ লাখ ১২ হাজার ৪৬৯ জনের প্রাণ গেল নতুন এই রোগে। মোট আ’ক্রান্ত ২০ লাখ ৭ হাজার ৪৪৯ জন।