যে দিন থেকে চালু হচ্ছে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল !!
নভেল করোনাভা’ইরাস ম’হামা’রির কারণে বন্ধ থাকা আন্তর্জাতিক রুটের নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট চলতি জুন মাসের তৃতীয় সপ্তাহ থেকে পুনরায় শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুহিবুল হকের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানিয়েছে।
মুহিবুল হক বলেন, ‘জুনের তৃতীয় সপ্তাহে যেকোনো দিন আমরা আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু করব। প্রথমে আমরা লন্ডন রুটে ফ্লাইট চালু করব।’ফ্লাইট চালুর নির্দিষ্ট তারিখ সম্পর্কে জানতে চাইলে সচিব বলেন, তা পরে জানিয়ে দেওয়া হবে।
লন্ডন রুট ছাড়াও আর কোথায় কোথায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চালু হবে জানতে চাইলে মুহিবুল হক বলেন, ‘আমরা যেখানেই সুযোগ পাব সেখানেই ফ্লাইট চালু করব।’
তবে অন্যান্য এয়ারলাইনস নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে সচিব বলেন, ‘কাতার এয়ারলাইনস বাংলাদেশ থেকে ট্রানজিট হিসেবে যাত্রী নিতে চায় অন্য কোনো গন্তব্যের জন্য। এ বিষয়ে তারা একটি আবেদন করেছে। আমরা সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলে সিদ্ধান্ত নেব। তবে এ মুহূর্তে তারা বাংলাদেশ থেকে কোনো যাত্রী কাতারে ঢুকাতে রাজি হয়নি। শুধু অন্য গন্তব্যের জন্য দোহাকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে বাংলাদেশ থেকে যাত্রী নিতে চায়।’