লকডাউন যে ৬ দেশের ৫০ কোটি মানুষকে রক্ষা করেছে !!
চীন, দক্ষিণ কোরিয়া, ইতালি, ইরান, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রে দ্রুত লকডাউন দেয়ায় অন্তত ৫০ কোটি মানুষ করোনা ভা’ইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেয়েছে।এ তথ্য উঠে এসেছে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার প্রফেসর ও গ্লোবাল পলিসি ল্যাবরেটরির পরিচালক সলোমন হেসিয়াংয়ের নেতৃত্বে চলা গবেষণায়।
এর মধ্যে যুক্তরাষ্ট্রেই আছে ৬ কোটি মানুষ। ইম্পেরিয়াল কলেজ অব লন্ডনের গবেষণায় দেখা গেছে, ইউরোপের ১১টি দেশে লকডাউ দিয়ে অন্তত ৩০ লাখ মানুষের জীবন বাঁচানো সম্ভব হয়েছে।
ডব্লিউএইচও প্রধান টেড্রোস আডানম গেব্রিয়েসাস গতকাল অনলাইন ব্রিফিংয়ে করোনা মোকাবিলায় হাল না ছেড়ে দিয়ে সব দেশের সরকারকে ব্যবস্থা নেযার আহ্বান জানিয়েছেন।