মসজিদে অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার বয়কটের আহ্বান !!
করোনাভা’ইরাস সংক্রমণ ঠেকাতে তথা হাত জীবাণুমুক্ত করতে অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার সারা বিশ্বে প্রচলিত। এ অবস্থায় ভারতের একটি দরগা থেকে এ ধরনের স্যানিটাইজার বয়কটের আহ্বান জানিয়েছে।ভারতের উত্তরপ্রদেশের বরেলির দরগা আলা হজরত-এর মাওলানা তাঁর অনুগামী ও দেশের সব মসজিদের প্রধানকে অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ব্যবহার না করার আবেদন জানিয়েছেন।
এ বিষয়ে দরগা আলা হজরতের সুন্নি মার্কেজ দারুল ইফতার মুফতি নাস্তার ফারুকি বলেন, ‘ইসলাম ধর্মে অ্যালকোহল নিষিদ্ধ৷ তাই মুসলিমদের অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ব্যবহার করা উচিত নয়৷ মসজিদে অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ব্যবহার করা হলে মসজিদের পবিত্রতা নষ্ট হবে৷ ঈশ্বরের বাসস্থান অপবিত্র করতে পারেন না৷ একটি অপবিত্র স্থানে নমাজ পড়া যায় না৷ জেনেশুনে একটি মসজিদকে অপবিত্র করা মানে পাপ করা৷ আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, ওই স্যানিটাইজার বর্জন করুন৷’
অ্যালকোহলযুক্ত স্যানিটাইজারের বদলে তিনি মসজিদ চত্বরে সাবান, ডিটারজেন্ট পাউডার বা শ্যাম্পু দিয়ে ভালো করে হাত ধোয়ার বিষয়টি তুলে ধরেছেন।ভারতের কিছু মন্দিরও চত্বরে অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ব্যবহারের বিরুদ্ধে মত জানিয়েছে৷ সূত্র : নিউজ ১৮।