ব্রেকিং নিউজ- করোনায় আ’ক্রান্ত শহীদ আফ্রিদি !!
প্রা’ণঘা’তী করোনায় বিধ্বস্ত পুরো পৃথিবী। ম’হামারী এই ভা’ইরাসের হাত থেকে রক্ষা পায়নি কেউই। ব্রিটেনের প্রধানমন্ত্রী থেকে শুরু করে কানাডার প্রেসিডেন্টের সহধর্মিণী, ব্রিটেনের প্রিন্স থেকে সৌদি বাদশা পরিবার সকল স্তরেই থাবা মেরেছে এই মরণব্যধী। এমনকি ক্রীড়াঙ্গনেও দেখা মিলেছে করোনার সংক্রমণ।
এবার করোনায় আ’ক্রান্ত হয়েছেন পাকিস্তানের কিংবদন্তী ক্রিকেটার শহীদ আফ্রিদি। আজ শনিবার(১৩ জুন) নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এতথ্য নিশ্চিত করেছেন আফ্রিদি নিজেই।ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আফ্রিদি জানান, ‘গত বৃহস্পতিবার থেকে আমি অসুস্থ অনুভব করছি।
শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে। তাই আমি করোনা টেস্ট করাই, আর দুর্ভাগ্যবশত আমার করোনা পজিটিভ এসেছে। সুস্থ হওয়ার জন্য সবার দোয়া কামনা করছি’ প্রসঙ্গত, করোনার শুরু থেকে আ’ক্রান্তদের মাঝে সরাসরি মাঠে থেকে নানাভাবে সাহায্য করে আসছিলেন এই অলরাউন্ডার।