তিন মাসে ১৮ হাজার, অথচ একদিনেই সুস্থ ১৫ হাজার !!
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভা’ইরাস থেকে সুস্থ হয়েছেন ১৫ হাজার ২৯৭ জন। এর ফলে দেশে মোট করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৪ হাজার ২৭ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ১৮ হাজার ৭৩০ জন।
সোমবার (১৫ জুন) দুপুরে করোনাভা’ইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।তিনি বলেন, ‘এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৪ হাজার ২৭ জন। শনাক্তের বিবেচনায় সুস্থতার হার ৩৭ দশমিক ৫৫ শতাংশ। গত দিনের চেয়ে আমরা আজ সুস্থতা অনেক বেশি বলছি।
কারণ, আজ যারা সুস্থ হয়েছেন তাদের মধ্যে শুধু হাসপাতালের সুস্থতা নয়। বাসায় এবং যারা উপসর্গবিহীন ছিলেন, সবাই এটার মধ্যে যোগ হয়েছেন। এই তথ্য আমাদের আইইডিসিআর সরবরাহ করেছে।’দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভা’ইরাসে আ’ক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল এবং ১৮ মার্চ করোনায় আ’ক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।