নিউজিল্যান্ডে আবারও করোনার হানা !!
মাত্র ৫০ লক্ষ জনসংখ্যার এই দেশ কী এমন কাণ্ড করেছে যাতে করোনা হামলার পরেও তাঁকে ঠেকিয়ে দিল নিউজিল্যান্ড। তবে ২৫ দিন যেতে না যেতেই আবারও নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে দেশটিতে।
বিদেশ ফেরত দুইজন ব্যক্তির করোনাভা’ইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) নিউজিল্যান্ডের স্বাস্থ্য আধিকারিকেরা এ তথ্য নিশ্চিত করেন। দেশের শীর্ষ স্বাস্থ্য আধিকারিকেরা জানান, টানা ২৫ দিন নিউজিল্যান্ডে নতুন কোনো আ’ক্রান্ত শনাক্ত হয়নি।
তবে বিদেশ ফেরত আরও অনেকে এ ভা’ইরাসে আ’ক্রান্ত থাকতে পারে।দেশটিতে এখন পর্যন্ত করোনা আ’ক্রান্তের সংখ্যা ১ হাজার ৫০৬ জন। মারা গেছে ২২ জন। তবে ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৪৮২ জন।