ইউনাইটেড হাসপাতালের ৪ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা !!
রাজধানীর গুলশানে বেসরকারি ইউনাইটেড হাসপাতালে অগ্নিকান্ডে পাঁচ রোগীর মৃ’ত্যুর ঘটনায় হাসপাতালটির চার শীর্ষ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। বুধবার রাথে এ তথ্য জানায় পুলিশ।
ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, আগুনের ঘটনার প্রাথমিক তদন্তে কর্তৃপক্ষের অবহেলা ও গাফিলতির প্রমাণ পেয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি। তাই অধিকতর তদন্তের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তারা হলেন-ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যান মো. হাসান মাহমুদ রাজা, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরিদুর রহমান খান, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফাইজুর রহমান ও পরিচালক (চিফ ক্লিনিক্যাল গভার্নেন্স) ডা. আবু সাঈদ এম এম রহমান।
গত ২৭ মে রাত ৯টা ২০ মিনিটের দিকে হাসপাতাল সংলগ্ন (মূল ভবনের বাইরে) করোনা আইসোলেশন ইউনিটে আগুন লাগে। এতে সেখানে থাকা পাঁচজন রোগী মারা যান। মৃত ব্যক্তিরা হলেন- রিয়াজুল আলম (৪৫), খোদেজা বেগম (৭০), ভেরুন এন্থনি পল (৭৪), মো. মনির হোসেন (৭৫) ও মাহাবুব এলাহী চৌধুরী (৫০)। আগুনের ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।
সূত্র- বিডি২৪রিপোর্ট