এবারের করোনায় চীনে ‘ভিন্ন লক্ষণ’ – বিশেষজ্ঞদের উদ্বেগ !!
প্রায় দুই মাস পর নতুন করে করোনার সংক্রমণ বাড়তে থাকায় চীনের রাজধানী বেইজিংয়ের লাখ লাখ মানুষ আবারো লকডাউনে আটকা পড়েছেন। বেইজিংয়ের ২৭টি এলাকার মানুষকে বাইরে না যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বেইজিং থেকে ১২০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। ৯ জুলাই পর্যন্ত ট্রেন সার্ভিস অনেক কমিয়ে দেয়া হয়েছে।
রাজধানীর প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ হয়ে গেছে সুইমিং পুল, জিম এবং অনেক রকম খেলাধুলাও।গ্লোবাল টাইমস জানিয়েছে বেইজিং এ নতুন করে যে করোনাভা’ইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে, সেটির লক্ষণ আলাদা দেখতে পাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। স্বাস্থ্যকর্মীরা বলছেন, তারা যেসব নতুন রোগীর চিকিৎসা করছেন তাদের মধ্যে অনেক অদ্ভূত লক্ষণ দেখতে পাচ্ছেন।
যেমন শরীরের জয়েন্টে ব্যাথা এবং পেটে অস্বস্তি। করোনা ভা’ইরাস যে বদলাচ্ছে, সেটা চীনা বিশেষজ্ঞরা যে এই প্রথম খেয়াল করেছেন তা নয়। মে মাসের মাঝামাঝিও বিশেষজ্ঞরা রোগীদের অন্যরকম লক্ষণ দেখতে পেয়েছিলেন। জ্বর বা কাশির পরিবর্তে কিছু মানুষের মধ্যে কেবল অবসাদ বা গলা ব্যাথার লক্ষণ দেখা যাচ্ছিল। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।