ভারত সীমান্তে আর কোনও সং’ঘাত দেখতে চায় না চীন !!
লাদাখে চীনা সেনাবাহিনীর সঙ্গে সং’ঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর ২০ সদস্যের প্রাণহানির একদিন পর বেইজিং বলছে, সীমান্তে ভারতের সঙ্গে আর কোনও সং’ঘাত দেখতে চায় না চীন। গত সোমবার রাতের ওই সং’ঘর্ষের পর উভয় দেশের সামরিক বাহিনী আলোচনার মাধ্যম সঙ্কট সমাধানের চেষ্টা করছে বলেও জানিয়েছে বেইজিং।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝ্যাও লিজিয়ান আবারও জোর দিয়ে বলেছেন, এই সং’ঘর্ষের জন্য চীনকে দোষ দেয়া যাবে না। বর্তমানে সীমান্তের সামগ্রিক পরিস্থিতি স্থিতিশীল এবং নিয়ন্ত্রণে আছে বলে মন্তব্য করেছেন তিনি।
লাদাখের গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনাবাহিনীর সং’ঘর্ষে ভারতের অন্তত ২০ সেনা নিহত হয় বলে মঙ্গলবার স্বীকার করে নয়াদিল্লি। দুই দেশের সৈন্যদের মাঝে শারীরিক সং’ঘর্ষের সময় এই প্রাণহানির ঘটনা ঘটে। তবে সং’ঘর্ষে চীনের সেনাবাহিনীর কতজন সদস্য হতাহত হয়েছেন সেব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি বেইজিং। তবে নয়াদিল্লির দাবি, গালওয়ান সং’ঘাতে চীনের অন্তত ৪৩ সৈন্য হতাহত হয়েছে।