সৌদি আরবে কমছে করোনায় আ’ক্রান্ত-মৃত্যু !!
সৌদি আরবে ২৪ ঘণ্টায় ৩,৩৭৯ জন করোনায় আ’ক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত আ’ক্রান্ত হয়েছেন ১৫৭,৬১২ জন। আজকে মৃত্যু হয়েছে ৩৭ জনের। মোট মৃত্যু ১,২৬৭ জনের। সুস্থ হয়েছেন ২,২১৩ জন। এখন পর্যন্ত সুস্থ ১০১,১৩০ জন।সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। দেশটিতে গত কয়েকদিন ৪০০০ হাজারের উপরে দৈনিক আ’ক্রান্ত হলেও গতকাল থেকে আ’ক্রান্তের সংখ্যা কমে আসছে।
২১ জুন থেকে কারফিউ প্রত্যাহার করায় দেশটিতে অফিস আ’দালত ও শপিংমলগুলোর প্রাণচাঞ্চল্য ফিরতে শুর করেছে। তবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী অবশ্যই স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া করোনা সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ মেনে চলতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং ফেস মাস্ক ছাড়া বাইরে বের হওয়া যাবে না। এর বিপরীতে মোটা অংকের জরিমানা গুনতে হবে।
সূত্রে আরও জানা যায়, দেশটি কোভিড ১৯ ভা’ইরাসে আ’ক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৫৫২১৫ জন। আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ২০২৭ জন। আ’ক্রান্ত অঞ্চলগুলোর মধ্যে আজও সর্বোচ্চ আ’ক্রান্ত নিয়ে ১ম অবস্থানে আছে দেশটির রাজধানী রিয়াদ; ৬৬৮ জন, জেদ্দা ৩৪২ জন, মক্কা মুকাররমা ৩৪০ জন, দাম্মাম ২২৫ জন, ক্বাতিপ ২১৬ জন, তায়েপ ১৭৯ জন, মদিনা মুনাওয়ারায় ১৬৫ জন।
এছাড়া খামিস মুশাইত ১২৭ জন, হুফোফ ১০২ জন, আল খোবার ৭৭ জন, হায়েল ৭৭ জন, নাজরান ৬৯ জন, আবহা ৫৯ জন, বুরাইদা ৫১ জন, আল জুবাইল ৪০ জন, সাফওয়া ৪০ জন, আল মুবারাজ ৩৯ জন, হাফের আল বাতেন ৩৭ জন, রাস তান্নুরা ২৭ জন, আল খারিজ ২৭ জন, জাহারান ২০ জন, জিজান ১৯ জন, আল দায়ের ১৮ জন, বাকীক ১৭ জন, আল মাজাহামিয়া ১৫ জন, আনিজা ১৪ জন।
আ’ক্রান্ত এলাকাগুলো- বিশা ১৪ জন, ইয়ানবু ১৩ জন, আদ দিরিয়াহ ১৩ জন, আল আছিয়া ১২ জন, আহাদ রুপাইদা ১২ জন, বেইশ ১২ জন, আর রাস ১১ জন, হুতা সাদির ১১ জন, বিলজুরশি ৯ জন। এছাড়াও আরও কিছু অঞ্চলে কয়েকজন করে নতুন আ’ক্রান্তের খবর পাওয়া গেছে।গত ডিসেম্বেরর শেষের দিকে চীনের উহান ১ম এই প্রা’ণঘাতী ভা’ইরাস শনাক্ত হয়। বর্তমানে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এই ভা’ইরাস। ভা’ইরাসটিতে এ পর্যন্ত ৮৮ লাখ ৮ হাজার ৩০১ জন আ’ক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত প্রাণ গেছে ৪ লাখ ৬৫ হাজারের মতো। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৪ লাখের ও বেশি।