ওসব খবর ভিত্তিহীন, আমার জন্য সবাই দোয়া করবেন – মাশরাফি !!
করোনাভা’ইরাসে আ’ক্রান্ত বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন।
তবে আজ (সোমবার) খবর ছড়িয়ে পড়ে, মাশরাফির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এছাড়াও হাসপাতালে ভর্তি হওয়ার চেষ্টা করেও রুম পাননি তিনি, এমন কথাও শোনা যায়।এবার মাশরাফি নিজেই জানিয়েছেন এসব খবর ভিত্তিহীন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘আমি এখন পর্যন্ত শারীরিক ভাবে সুস্থ আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করছি।
কিছু পরীক্ষার জন্য আমার হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে, সেটা স্বাভাবিক।হাসপাতালে ভর্তি কিংবা রুম না পাবার তথ্য ভিত্তিহীন। কোন কারণে আপনারা বিভ্রান্ত হবেন না, কোনো ধরনের নিউজে আপনারা বিচলিত হবেন না। সবাই আমার জন্যে দোয়া করবেন। সবাইকে একত্রে থেকে এই যুদ্ধে আমাদের জয় লাভ করতে হবে। আল্লাহ সবার সহায় হোন।’