তামিলনাড়ুতে ষষ্ঠ শতকেই ইসলাম !!
ভারতের তামিলনাড়ুতে ষষ্ঠ খ্রিস্টাব্দের ইসলামী মুদ্রা আবিষ্কৃত হয়েছে। প্রদেশের শিবগঙ্গাই জেলার এলানধাক্কারাইয়ে সিরীয় এই স্বর্ণমুদ্রা আবিষ্কার করেছে তামিলনাড়ু প্রত্নতত্ত্ব বিভাগ। আবিষ্কৃত মুদ্রায় ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ (আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই) খচিত রয়েছে।
শীর্ষ তামিল সাপ্তাহিক ‘অনন্ত বিকাটনে’র ভাষ্য মতে আবিষ্কৃত স্বর্ণমুদ্রা ষষ্ঠ খ্রিস্টাব্দের বলে ধারণা করা হচ্ছে। মাদুরাই ও শিবগঙ্গাই জেলার সীমান্তে ষষ্ঠ পর্যায়ের খনন শুরু হয়েছিল ১৯ ফেব্রুয়ারি ২০২০। দুই হাজার ৩০০ বছর আগের সভ্যতার নিদর্শন পাওয়ার পর ২০১৫ সালে এই এলাকায় খননকাজ শুরু হয়।
প্রত্নতত্ত্ব বিভাগের কর্মী গামিনি রমেশ বলেন, ষষ্ঠ খ্রিস্টাব্দের সিরীয় মুদ্রা ইঙ্গিত দেয় ইসলামের প্রথম যুগেই তা মাদুরাই অঞ্চলে পৌঁছেছিল। স্বর্ণমুদ্রা আবিষ্কারের আগে ধারণা করা হতো, তামিলনাড়ুতে ইসলামের বিকাশ শুরু হয় নবম শতকে সুফি সাধকদের মাধ্যমে।
সূত্র : মুসলিম মিরর ইন্ডিয়া