বিশেষ চমক দিয়ে ২৪ জনের বাংলাদেশ দল ঘোষণা !!
বর্তমানে পুরা বিশ্বে চলছে করোনা মহামরি। যে কারণে অনেকদিন পরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছেন বাংলাদেশ ক্রিকেট দল। দলে থাকতে পারে বিশেষ চমক।বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, প্রাথমিক দল হবে ২৪ জনের।
নান্নু বলেন, অন্য সময় হলে আর এসবের দরকার হতো না। কিন্তু ক’রোনাকালীন সময়ে জাতীয় দলের ক্যাম্প শুরুর আগে কো’ভিড টেস্টে নে’গেটিভ হওয়াটা বাধ্যতামূলক। নেগেটিভ হলেই কেবল সোনারগাঁ প্যান প্যাসিফিকের জৈব সুরক্ষা বলয়ে ঢোকার অনুমতি মিলবে।
প্রধান নির্বাচক আরো যোগ করেন যেহেতু ওয়ানডের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে ক্রিকেটাররা দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে, তাই আমরা প্রাথমিক দলে কিছু বাড়তি ক্রিকেটারের সংযোজন ঘটিয়েছি।