বয়ান করতে হেলিকপ্টারে সিলেট যাচ্ছেন এনায়েতুল্লাহ আব্বাসী !!
সৈয়দ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী বাংলাদেশের একজন জনপ্রিয় ইসলামিক বক্তা এবং আব্বাসী মন্জিল জৈনপুর এর খাস আওলাদ ও পীর। বরাবরই তিনি আলোচনার শীর্ষে থাকেন তিনি। ফের আলোচনায় এসেছেন এই বক্তা।
নতুন খবর হচ্ছে, আগামী ১৯ জানুয়ারি মঙ্গলবার দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আনরপুর বিশঘর যাচ্ছেন মুফতি ড. সাইয়্যেদ এনায়েতুল্লাহ আব্বাসী। আনরপুর বিশঘর ও বৃহত্তর এলাকাবাসীর উদ্যোগে অত্র এলাকার ইছালে সাওয়াব উপলক্ষে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান করতে তিনি সেখানে যাবেন।
এ নিয়ে রোববার বিকালে উপজেলা সদরের একটি হোটেলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ওই ওয়াজ মাহফিল কমিটির নেতারা।