ট্রাম্পের উ. কোরিয়া নীতি থেকে বাইডেনকে শিক্ষা নিতে বললেন মুন !!
উত্তর কোরিয়ার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক সাফল্য ও ব্যর্থতা থেকে নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে শিক্ষা নিতে বললেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এ ব্যাপারে প্রতিবেদন প্রকাশ হয়েছে।
এদিকে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে তিনবার বৈঠকে বসানোর ব্যাপারে ব্যাপক খাটুনি করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন। যদিও শেষ পর্যন্ত সম্পর্ক সুদৃঢ় করার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন ঐক্যমতে পৌঁছাতে পারেননি।
এদিকে চলতি বছরে আরো শক্তিশালী অস্ত্রের প্রদর্শনী করেছে উত্তর কোরিয়া। মুন জায়ে ইন ভালো করেই জানেন, ট্রাম্পের তুলনায় একেবারে ভিন্ন নীতি গ্রহণ করবেন জো বাইডেন।তবে তিনি এও মনে করেন, উত্তর কোরিয়া ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সফলতা ও ব্যর্থতার বিষয়টি থেকে বাইডেনকে শিক্ষা নিতে হবে।