চিত্রনায়িকা মৌসুমী এক টাকায় খাবার বিক্রি করে চলেছেন পথে পথে !!
না, কোন সিনেমা’র শ্যুটিং হিসেবে নয়, বিদ্যানন্দের স্বেচ্ছাসেবক হিসেবে এর আগেও কাজ করেছেন তিনি, খাবার বিক্রি করেছেন ফুটপাতে। পথ শি’শুরা তাদের প্রিয় নায়িকাকে সামনে থেকে দেখার মুহুর্তটি স্বপ্ন ভেবে নেয়।
অবিশ্বা’স্য ঠেকে খাবার নিয়ে এক টাকা মূল্য পরিশোধ করতে।বিদ্যানন্দ চেয়েছিল সমাজের সর্বস্তরের মানুষকে স্বেচ্ছাশ্রমে উদ্ভুগ্ধ করতে। আপনিও সে মিশনে অংশ নেবেন, এ দাবী রইলো।না, কোন সিনেমা’র শ্যুটিং হিসেবে নয়, বিদ্যানন্দের স্বেচ্ছাসেবক হিসেবে এর আগেও কাজ করেছেন তিনি, খাবার বিক্রি করেছেন ফুটপাতে।
পথ শি’শুরা তাদের প্রিয় নায়িকাকে সামনে থেকে দেখার মুহুর্তটি স্বপ্ন ভেবে নেয়। অবিশ্বা’স্য ঠেকে খাবার নিয়ে এক টাকা মূল্য পরিশোধ করতে। বিদ্যানন্দ চেয়েছিল সমাজের সর্বস্তরের মানুষকে স্বেচ্ছাশ্রমে উদ্ভুগ্ধ করতে। আপনিও সে মিশনে অংশ নেবেন, এ দাবী রইলো।
সূত্র : ইন্টারনেট