স্বাভাবিক জীবনে ফিরে আসার ঘোষণা দিয়ে ‘মা’দক সম্রাটের’ আত্মসমর্পণ !!
গাজীপুরে স্বাভাবিক জীবনে ফিরে আসার ঘোষণা দিয়ে পুলিশের কাছে আ’ত্মসমর্পণ করেছেন এক মা’দক সম্রাট। দীর্ঘদিন পালিয়ে থাকা মাহবুবর রহমান স্বপন ২১ মামলার আসামি। বৃহস্পতিবার সকালে টঙ্গীবাজার এলাকায় ওই যুবককে ফুল দিয়ে স্বাগত জানায় পুলিশ সদস্যরা।
পুলিশ জানান, গত বছরের সাঁড়াশি অভিযানের পর থেকে আ’ত্মগোপনে ছিলেন স্বপন। সম্প্রতি ওই মা’দক কারবারি টঙ্গী পশ্চিম থানা পুলিশের কাছে অপরাধ শিকার করে আ’ত্মসমর্পণ করেন।জামালপুরের ইসলামপুর উপজেলার বুলকার চর গ্রামের আব্বাস আলীর ছেলে তিনি। টঙ্গী মাজার বস্তি এলাকায় থেকে রাজধানীসহ গাজীপুরের বিভিন্ন স্থানে হেরোইন সরবরাহ করে আসছিলেন এই ব্যবসায়ী।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মো. আশরাফ-উল-ইসলাম সংবাদমাধ্যমকে জানান, গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সব ধরনের সহযোগিতা করা হবে।