দেশে গত ২৪ ঘন্টায় বাড়ল করোনায় আ’ক্রান্ত ও মৃ’ত্যুর সংখ্যা !!
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৭২ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৫২৮ জন। মোট শনাক্ত ৫ লাখ ৩৩ হাজার ৪৪৪ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৫০৯ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৭৭হাজার ৯৩৫ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ বুধবার (২৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ২০০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৯৩২ টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ৭২০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩৬লাখ৫০৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ৩৬ শতাংশ।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ।।দেশে গত ৮ মার্চ করোনা ভা’ইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনা ভা’ইরাসে আ’ক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।