নিজ ছেলের ফাঁ’সি চান মা !!
মা শব্দটি সব মানুষের কাছেই প্রিয়। জীবনের সবচেয়ে বড় শক্তি মায়ের দোয়া। পৃথিবীর বুকে আমাদের একমাত্র নিরাপদ আশ্রয়স্থল “মা”। যত আবদার যত অ‘ভিযোগ সবই মায়ের কাছে। নাড়ী ছেড়া ধন সন্তানের জন্য ১০ মাস ১০ দিন শুধু নয়, মায়ের সারাটা জীবন উৎস্বর্গ করেও যেন মায়ের তৃপ্তি নেই। তবে মুদ্রার উল্টা পিঠও আছে।
নতুন খবর হচ্ছে, এক ছেলেকে হত্যার দায়ে আরেক ছেলের ফাঁ’সির দাবি জানিয়েছেন তাদের মা জিন্নাত আরা বেগম। চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের দিন ছোটভাই নিজাম উদ্দিন মুন্নাকে (৩০) নিজ হাতে খুন করেন বড়ভাই সালাউদ্দিন কামরুল।
বুধবার সকাল ৭টার দিকে ভোট কেন্দ্রে যাওয়ার পথে নগরীর পাহাড়তলী থানাধীন বার কোয়ার্টার ফজু মিয়া বাইলেন এলাকার ইউসুপ আলীর বাড়ির সামনে নিজাম উদ্দিন মুন্নাকে খুন করেন কামরুল।