ভারতীয় প্রেমিককে বিয়ে করতে গিয়েছিলেন ফাতিমা, অতঃপর যা ঘটলো…
বিয়ের উদ্দেশ্য হল এটা যে, স্বামী-স্ত্রী দুজনেই পূর্ণরূপে সন্তুষ্ট হবে, সুখী হবে ওদের দু’জনের জীবনই। শারীর এবং মানসিকভাবে একা পড়ে যাওয়াকে স্ত্রীরা কখনই সহ্য করতে পারে না। তবে, মুদ্রার উল্টা পিঠও আছে।
নতুন খবর হচ্ছে, ভারতের বিভিন্ন কারাগারে দীর্ঘদিন কারাভোগ শেষে ১৯ বাংলাদেশি সিলেটের বিয়ানীবাজার শেওলা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।এদিকে, চাঁদপুরের ফাতেমা। ভারতীয় প্রেমিকের হাত ধরে পালিয়ে যায় সেখানে।
সেই প্রেমিক কিশোরী ফাতেমাকে সেখানে নিয়ে বিক্রি করে দেয়। দীর্ঘ ১০ বছর নানা হাত বদলের পর কারাগার হয়ে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বাংলাদেশে প্রবেশ করলেন তিনি।