মামুনুল হককে সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দিলো হেফাজতে ইসলাম !!
ঢাকা মহানগরে মাওলানা জুনায়েদ আল হাবিবকে সভাপতি ও মাওলানা মামুনুল হককে সম্পাদক করে হেফাজতে ইসলাম বাংলাদেশ ১১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দিয়েছেন।
আজ শনিবার (৩০ জানুয়ারি) সকালে খিলগাঁওয়ের একটি মাদ্রাসায় এ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা নূরুল ইসলাম জিহাদী নতুন এ কমিটি ঘোষণা করেন।মামুনুল হক বলেন, ভাস্কর্যসহ ইসলামবিরোধী সব কাজের বিরুদ্ধে আগের মতোই অবস্থান অব্যাহত থাকবে।
নবনির্বাচিত সভাপতি জুনায়েদ আল হাবীব বলেন, হেফাজতে ইসলামে কোনো কোন্দল নেই, ছিল না, সামনেও থাকবে না। ইসলাম, সুন্নাহ ও কোরআন বিরোধিতার বিরুদ্ধে তাঁদের অবস্থান অব্যাহত থাকবে। কোনো রাজনৈতিক উদ্দেশ্যে হেফাজতে ইসলাম গঠিত নয়নি বলেও জানিয়েছেন আলেমরা।