প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও, ধরিয়ে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরষ্কার !!
চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়াহাট পৌর বাজারের ব্যবসায়ী মোশাররফ হোসেন প্রবাসীর স্ত্রীকে নিয়ে গত ৩ সপ্তাহ ধরে উধাও রয়েছেন। এই ঘটনায় দুই থানায় পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। খুঁজে না পাওয়ায় তাদের উভয়ের পরিবারই উদ্বিগ্ন হয়ে পড়েছে। সন্ধান চাইছে উভয় পরিবার। মোশাররফের ৪ বছরের কন্যা সারাদিন বাবাকে খুঁজছে বলে জানান তার স্ত্রী ফারহানা আহমেদ।
মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ও পাশ্ববর্তী ফেনী থানায় দায়ের করা জিডি সূত্রে জানা গেছে, ফেনীর ফরহাদ নগর গ্রামের ভোরবাজারের পাশ্ববর্তী সৌদি প্রবাসী শহিদ উল্লাহ’র স্ত্রী নাজমা বেগমকে (৩৬) চৌদ্দ বছরের একটি পুত্র সন্তানসহ বছর খানেক আগে বিয়ে করেন সৌদি প্রবাসী শহিদ উল্লাহ। ইতিপূর্বে তিনজনের সাথে সংসার করেন নাজমা। কিন্তু বছর না যেতেই একই গ্রামের এক কন্যা সন্তানের জনক মোশাররফ হোসেনের (৩৫) সাথে পালিয়ে যান নাজমা বেগম।
ব্যবসায়ী মোশাররফ হোসেনের স্ত্রী ফারহানা আহমেদ জানান, তার স্বামী বারইয়াহাটে হার্ডওয়ারের ব্যবসা করেন। বাবার দেয়া ব্যবসার পুঁজি ও ভাইদের থেকে ধার করা অন্তত ৫০ লক্ষ টাকা আর পাশের গ্রামের নাজমা ও তার প্রবাসী স্বামীর ২০ ভরি স্বর্ণালংকার ও অর্ধকোটি নগদ টাকা নিয়ে দু’জনে পালিয়ে গেছেন।
নাজমার প্রবাসী স্বামী শহিদ উল্লাহ বলেন, নাজমাকে বিয়ের পর শপথ করিয়েছিলাম কোনো দিন আমাকে ছেড়ে আবার পালাবে না বলে। কিন্তু নিষ্ঠুর এই মহিলা আমাকে ছেড়ে গেলো। তবে তিনি এখনো ফিরে এলে তাকে গ্রহণ করবেন বলে জানান। এসময় তাদের ধরিয়ে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরষ্কারের ঘোষণা দেন তিনি।
আবার মোশাররফের স্ত্রী ফারহানা আহমেদ বলেন, আমাদের কন্যা মাদিহা (৪) প্রতিদিন বাবার জন্য কাঁদছে। সন্তানের কান্না আর আর্তনাদের দিকে তাকিয়ে আমি আমার স্বামীকে ফিরে পেতে চাই।এই বিষয়ে জোরারগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা এসআই শরিফুজ্জামান বলেন, আমরা দু’জনেরই খোঁজ করছি। আবার যে কেউ আমাদের কাছে তাদের খোঁজ দিতে পারলে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো।
সূত্র- বিডি২৪লাইভ