আল্লামা ইকবালের ভাস্কর্য নিয়ে সমালোচনা – সরাবে পাকিস্তান !!
পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবালের একটি ভাস্কর্য সরানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভাস্কর্য নিয়ে সমালোচনা হওয়ার পর পাকিস্তানের কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে।পাকিস্তানের পাঞ্জাব শহরের পার্কস অ্যান্ড হর্টিকালচার অথরিটি মঙ্গলবার এ কথা জানিয়েছে।
গুলশান-ই-ইকবাল এলাকায় অবস্থিত ওই পার্কের মুখপাত্র নাদিয়া তুফায়েল বলেছেন, এই ভাস্কর্যটি সরিয়ে ফেলা হবে। এরপর প্রয়োজনীয় সংশোধন করে এটি আবারও প্রতিস্থাপন করা হবে।টুইটারে এক ব্যক্তি একটি ছবি শেয়ার করেন। সেখানে দেখা যায়, একদল কর্মী ওই ভাস্কর্যের চারপাশের সীমান্ত বেড়া তুলে ফেলছেন। ওই টুইটার ব্যবহারকারী লিখেছেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ইকবালের ভাস্কর্য সরিয়ে ফেলা হচ্ছে।
আল্লামা ইকবাল ভারতবর্ষের মুসলিম কবি, দার্শনিক, রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও ব্যারিস্টার ছিলেন। তার ফার্সি ও উর্দু কবিতা; আধুনিক যুগের ফার্সি ও উর্দু সাহিত্যে অন্যতম হিসেবে বিবেচনা করা হয়। তাকে পাকিস্তানের আধ্যাত্মিকজনক হিসেবে স্বীকৃতি দেয়া হয়। ইকবাল তার ধর্মীয় ও ইসলামের রাজনৈতিক দর্শনের জন্যও বিশেষভাবে সমাদৃত ছিলেন।
সূত্র: জিও টিভি