১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রি’মান্ডে থাকবেন সু’চি !!
মিয়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রধান অং সান সু চি, দেশটির প্রেসিডেন্ট উইন মিন্টসহ বেশ কয়েকজনকে আটক করেছে দেশটির সেনাবাহিনী।
নতুন খবর হচ্ছে, মিয়ানমারের নেত্রী অং সান সু চির বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগে মামলা করেছে দেশটির পুলিশ। ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বা এনএলডি’র এই নেত্রীর বিরুদ্ধে অবৈধভাবে কমিউনিকেশন যন্ত্রপাতি আমদানির অভিযোগ করা হয়েছে।পুলিশ জানিয়েছে, এসব অভিযোগে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রি’মান্ডে থাকবেন সু চি।