প্রবাসে বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডা’কাতি !!
বেলজিয়ামের ডিজন শহরে বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানে ডা’কাতির ঘটনা ঘটেছে। জানা যায়, বেলজিয়াম-জার্মান সীমান্তের লাগোয়া ডিজন পৌরসভায় সোমবার বিকালে এক বাংলাদেশির দোকানে এ ডা’কাতির ঘটনা ঘটে।দোকানটির স্বত্বাধিকারী বাংলাদেশের হবিগঞ্জের মি. চয়ন রায়।
দুই ডা’কাত দোকানে ঢুকলে দোকান মালিক চয়ন রায়ের সঙ্গে ধস্তাধস্তি হয়। এতে ডা’কাতদের একজন আহত হলেও অর্থ নিয়ে চলে যায় তারা। দোকানের ক্লোজ সার্কিট ক্যামেরায় ঘটনার প্রতিটি অনুক্রম রেকর্ড করা হয়।ছু’রি নিয়ে অনেক সময় ধস্তাধস্তির পরও চয়ন রায় পুরো অক্ষত ছিলেন।
পুলিশ এবং ফরেনসিক বিভাগের লোকজন এসে আলামত নিয়ে গেছে। পুলিশ বলছে তদন্ত করে খুব তাড়াতাড়ি ডা’কাতদের বের করতে সক্ষম হব।এদিকে ডিজন শহরের মেয়র ম্যাডাম ভেরনিক বনি এবং সিপিএএসের প্রেসিডেন্ট মি. রেজিস চয়ন রায়ের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আশ্বস্ত করেছেন ডাকা’তদের ধরতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।