টিকার জন্য মোদিকে ট্রুডোর ফোন, পেলেন আশ্বাস !!
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। করোনাভাইরাসের টিকার জন্য ট্রুডোর এই ফোন কলের পরিপ্রেক্ষিতে মোদি দিয়েছেন ইতিবাচক আশ্বাস।
এ ফোনালাপে করোনা মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশকে টিকা সরবরাহের বিষয়টি নিয়ে ভারতের প্রশংসা করেছেন ট্রুডো। তিনি বলেছেন, বিশ্বের করোনা পরিস্থিতি মোকাবিলায় ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গতকাল বুধবার (১০ ফেব্রুয়ারী) নরেন্দ্র মোদীর অফিস থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো ফোন করে করোনার টিকার জন্য ভারতের কাছে সাহায্য চেয়েছেন। মোদিও এ ব্যাপারে সাহায্যের আশ্বাস দিয়েছেন। ট্রুডোর ফোন পাওয়ার কথা বুধবার রাতেই টুইট বার্তায় জানান নরেন্দ্র মোদি।
টুইট বার্তায় মোদি লিখেন, আমার বন্ধু জাস্টিন ট্রুডোর কাছ থেকে ফোন পেয়ে খুব খুশি। কানাডায় কোভিড-১৯ টিকা সরবরাহের ব্যাপারে আশ্বস্ত করেছি তাকে। জলবায়ু পরিবর্তন, বিশ্বের অর্থনীতি পুনরুদ্ধারের মতো গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সহযোগিতা বজায় রাখার জন্য সম্মত হয়েছি।