যে কারণে ১০৫ সন্তানের মা হতে চান এই তরুণী !!
ক্রিস্টিনা ওজতুর্ক, পূর্ব ইউরোপের দেশ জর্জিয়ার অধিবাসী। ২৩ বছরের এই তরুণী শত সন্তানের মা হতে চান। তার কোটিপতি স্বামী গ্যালিপও তাকে সমর্থন করছেন। এই দম্পতি এরই মধ্যে ১১ সন্তানের বাবা-মা। আরও ৯৪টি সন্তানসহ ১০৫ সন্তান জন্ম দিতে চান তারা।
সম্প্রতি ক্রিস্টিনা ও তার স্বামী গ্যালিপ জানান, এগারোয় না থেমে ১০৫ পর্যন্ত এগিয়ে যেতে চান তারা। আর এটা নাকি স্ত্রীর ইচ্ছাতে হচ্ছে। কেননা বাচ্চা ভালবাসেন ক্রিস্টিনা। আর লালন-পালন করার জন্য যথেষ্ট টাকা-পয়সাও তাদের রয়েছে।যদিও ১১ সন্তানের মধ্যে মাত্র একজনকে গর্ভে ধরেছেন ক্রিস্টিনা। বাকি ১০ শিশুর জন্ম হয়েছে সারোগেসিতে। ২৩ বছরের ক্রিস্টিনা জানিয়েছেন, প্রতি সন্তানের সারোগেসির জন্য তাদের খরচ হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮১ লাখেরও বেশি টাকা।
মূলত শিশু প্রেমের জন্যই শত সন্তানের মা হওয়ার ইচ্ছে ক্রিস্টিনার। তবে সারোগেট মায়ের সঙ্গে নিজের সন্তানদের পরিচয় করাতে চান না ক্রিস্টিনা। ভবিষ্যতে যাতে কোনও সমস্যা না হয়, তাই ক্লিনিকের নিয়ম মতোই চলেন তিনি। খবর আইরিস মিরর।