দীর্ঘ ২৯ বছর পড়াশোনা করে ইসলাম গ্রহণ করলেন জগন্নাথের অধ্যাপক !!
ইসলাম শিক্ষা দেয় যে আল্লাহ দয়ালু, করুনাময়, এক ও অদ্বিতীয়। ইসলাম মানব জাতিকে সঠিক পথ দেখায়। ইসলামী বিশ্বাস অনুসারে, আদম হতে শুরু করে আল্লাহ্ প্রেরিত সকল নবী ইসলামের বাণীই প্রচার করে গেছেন। যুগে যুগে বহু মানুষ ভিন্ন ধর্ম থেকে ইসলাম গ্রহন করেছেন।
নতুন খবর হচ্ছে, দীর্ঘ ২৯ বছর ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনার পর ইসলাম গ্রহণ করেছেন বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক রিতু কুন্ডু। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিজের ইসলাম গ্রহণে দীর্ঘ যাত্রার কথা জানিয়েছেন।
অধ্যাপক রিতু কুন্ডু বলেন, ‘দীর্ঘ ২৯ বছর পর্যন্ত আমি নিজের পরিবার, সমাজ ও মানুষের আচার-ব্যবহার পর্যবেক্ষণ করি। এ দীর্ঘ সময় হিন্দু ধর্মসহ প্রধান সব ধর্মের গ্রন্থাবলি পাঠ করেছি। জাপানেও এ বিষযে পড়াশোনা করি। ২০১২ সালে এসে বুঝতে পারি, এগুলো মানুষের রচিত বই।