২৪ বাংলাদেশিকে ফেরত দিয়েছে মিয়ানমার !!

পতাকা বৈঠক শেষে বাংলাদেশি ২৪ নাগরিককে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে হস্তান্তর করেছে মিয়ানমার। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় মিয়ানমারের মংডুতে বিজিবি ও বিজিপির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর সৌহার্দ্যপূর্ণ বৈঠকের পর বিজিবির কাছে তাদের হস্তান্তর করেছে বিজিপি।

বিজিবি জানায়, মঙ্গলবার সকালে টেকনাফস্থ বিজিবির ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খানের নেতৃত্বে ৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি মিয়ানমার যায়। এরপর মিয়ানমারের অভ্যন্তরে ১নং এন্ট্রি/এক্সিট পয়েন্টের মংডুতে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মিয়ানমারের ৭ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্বে দেন ৪ নং বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের পুলিশ লে. কর্ণেল জো লিং অং।

পতাকা বৈঠকের পর বাংলাদেশি নাগরিক বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে গমণের অপরাধে বিজিপি কর্তৃক ধৃত কারাগারে সাজাভোগ ২৪ জনকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে দুপুর ২টায় দিকে বাংলাদেশ প্রতিনিধি দল ২৪ জনকে নিয়ে টেকনাফ জেটিঘাটে ফেরত আসে। কারাভোগ শেষে ফেরত আসা বাংলাদেশি ২৪ জন নাগরিকের মধ্যে টেকনাফের ১২ জন, রাঙামাটির ৮ জন, বান্দরবানের ৩ জন ও রাজশাহীর ১ জন।

এই ২৪ জনকে পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সমন্বয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা নেয়া হয়েছে। কোয়ারেন্টাইন শেষে পুলিশের মাধ্যমে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানায় বিজিবি।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *