পাঁচ মাস ধরে নিখোঁজ মালদ্বীপ প্রবাসীর স্ত্রী সনিয়া !!
ঢাকার দোহার উপজেলায় সনিয়া আক্তার (৩২) নামে এক গৃহবধূ তার দুই সন্তানকে নিয়ে পাঁচ মাস ধরে নিখোঁজ রয়েছে। মায়ের সাথে নিখোঁজ রয়েছে ছেলে আহাদ (১০) ও মেয়ে হাওয়া (৪)। এ ঘটনায় দোহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সনিয়া দোহার উপজেলার ইউসুফপুর গ্রামের সমসের আলী ও বেগম দম্পত্তির মেয়ে। তার স্বামী চান মিয়া মালদ্বীপ প্রবাসী।নিখোঁজ সনিয়ার ভাই সজল জানান, প্রায় ৫ মাস আগে সনিয়ার তার ছেলে আহাদ ও মেয়ে হাওয়াকে নিয়ে তার নানার বাড়ী উপজেলার লটাখোলা থেকে বাবার বাড়ি ইউসুফপুরে যাওয়ার জন্য রওনা হন। এরপর থেকে সনিয়া তার দুই সন্তানসহ নিখোঁজ রয়েছে।
আমরা আত্মীয়স্বজনদের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেছি কিন্তু কোন সন্ধান পাইনি। পরে আমরা দোহার থানায় যোগাযোগ করলে পুলিশ একটি লিখিত অভিযোগ নিয়েছেন।এ ব্যাপারে দোহার থানার এসআই আক্কাস জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। নিখোঁজ গৃহবধূ ও তার সন্তানদের খোঁজে পুলিশ কাজ করছে।