দীঘি আমাকে নিয়ে কথা বলার সাহস পায় কীভাবে – হিরো আলম !!
বর্তমানে বিনোদন জগতের আলোচিত নাম হিরো আলম। নতুন বছরেও একের পর এক চমক উপহার দিয়ে চলেছেন তিনি। আমজনতার চোখে হিরো আলমের আত্মমর্যাদা-সচেতনতা আবারও আলোচনার শীর্ষে।
নতুন খবর হচ্ছে, ১২ মার্চ মুক্তি পাচ্ছে দীঘি অভিনীত ‘তুমি আছো তুমি নেই’। জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে ট্রেলার প্রকাশের ২৩ ঘন্টার মধ্যে কমেন্টবক্সে তেমন কোনো ইতিবাচক কমেন্ট আসেনি। সেখানে দর্শকরা পরিচালকের সমালোচনায় মুখর।
এদিকে, হিরো আলম প্রসঙ্গে খেপেছেন দীঘি। হিরো আলম এক সাক্ষাৎকারে বলেন, আমি দীঘির কী ক্ষতি করছি ভাই। যে দীঘি আমার নামে এইসব কথা বললো। আমি নিজের টাকা দিয়ে সিনেমা বানাইছি। যা করছি নিজের যোগ্যতায়। দীঘি আমাকে নিয়ে এই কথা বলার সাহস পায় কীভাবে?