স্বাস্থ্যবিধি মেনে হচ্ছে এক কোটি মুসল্লির ওমরাহ পালন !!
করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে এক কোটির বেশি মুসল্লি ওমরাহ পালন করেছেন। গত ৪ অক্টোবরে সীমিত পরিসরে ওমরাহ চালুর পর থেকে এক কোটির বেশি দেশি ও বিদেশী মুসল্লি ওমরাহ করেছেন।
প্রথম পর্যায়ে সীমিত পরিসরে শুধুমাত্র সৌদিতে বসবাসরত মুসল্লিরা ওমরাহ পালনের সুযোগ পায়। এরপর ১ নভেম্বর থেকে সীমিত পরিসরে সৌদির বাইরের দেশ থেকেও মুসল্লিরা ওমরাহ পালন করেন।
মক্কার পবিত্র মসজিদুল হারামে মুসল্লিদের প্রবেশপথ পরিদর্শনকালে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. ইসাম বিন সাদ একথা বলেন। এ সময় তাঁর সঙ্গে আরো ছিলেন, হজ ও ওমরাহ বিষয়ক উপমন্ত্রী ড. আবদুল ফাত্তাহ মাশাতসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।
সূত্র : সৌদি গেজেট