বায়তুল মোকাররমের সামনে আবারও বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সং’ঘর্ষ !!
রাজধানীর বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সং’ঘর্ষ চলছে। শুক্রবার জুম্মার নামাজের পর পরই বিক্ষোভকারীরা মিছিল নিয়ে সামনে আগাতে চাইলে পুলিশ বাধাঁ দেয়। এসময় সং’ঘর্ষ শুরু হয়।
প্রর্তক্ষ্যদর্শীদের বরাত দিয়ে আমাদের সংবাদ দাতা জানিয়েছেন, ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা বাইরে থেকে মসজিদের ভেতরে ইট-পাথর ছুড়ছেন। অন্যদিকে বিক্ষিপ্তভাবে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে পুলিশ।
হেফাজতকর্মীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর‘ বলে স্লোগান দেন। অপরদিকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা‘ বলে স্লোগান দেন।সং’ঘর্ষে সময় সংবাদের চিত্র সাংবাদিক সহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছে বলে জানা যায়।