লকডাউন ভেঙে বিক্ষোভ মিছিল – ব্যবসায় প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি !!
করোনাভা’ইরাস এখন চীন ছাড়াও বিশ্বের ৮০টি দেশে ছড়িয়ে পড়েছে। করোনাভা’ইরাস সংক্রমণরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে কিছুটা হলেও সবাই এখন সচেতন। এমতাবস্তায়, দেশে চলছে লকডাউন।
নতুন খবর হচ্ছে, সিলেটে লকডাউন ভেঙে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। স্বাস্থ্যবিধি মেনে ব্যবসায় প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে তারা মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছেন।
জানা যায়, করোনা সংক্রমণ প্রতিরোধে সোমবার থেকে সিলেটসহ সারা দেশে শুরু হয়েছে এক সপ্তাহের লকডাউন। এ সময়ে সবধরনের সভা-সমাবেশ ও জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে।