মাস্ক না পরে বের হলে ৫০ বার লিখতে হবে ‘মাস্ক ছাড়া বের হবো না’ !!
চলমান লকডাউনে রংপুর নগরীতে মাস্ক পরিধান না করে রাস্তায় বের হওয়া ব্যক্তিদের ব্যতিক্রমী শাস্তি দিয়েছে র্যাব। করোনায় সচেতনতা বৃদ্ধিতে মঙ্গলবার এই কার্যক্রম পরিচালনা করা হয়। যারা মাস্ক না পরে বাইরে বের হয়েছেন, তাদের শাস্তিস্বরূপ ৫০ বার লিখতে হয়েছে- ‘মাস্ক ছাড়া বের হবো না’।
আজ থেকে নগরীর শাপলা চত্বরে র্যাব-১৩-এর অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌসের নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হয়। এতে সর্বস্তরের মানুষকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের তাগিদ দেওয়া হয়। মাস্ক না পরে নগরীতে চলাচল করা ব্যক্তিদের আটকিয়ে ওই শাস্তি দেওয়া হয়। এ সময় ভবিষ্যতে মাস্ক ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ারও অঙ্গীকার করেন তারা।
এদিকে করোনার দ্রুত সংক্রমণের ঝুঁকিতে থাকা রংপুরে স্বাস্থ্যবিধিসহ সরকারি নির্দেশনা মানাতে কঠোর অবস্থানে রয়েছে র্যাব। রবিবার সকাল থেকে মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি, নগরীতে যানবাহন নিয়ন্ত্রণ, সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়াসহ শারীরিক দূরত্ব বজায় রাখা নিশ্চিতে কাজ করে যাচ্ছে র্যাব।