বাড়ছে করোনায় ভয়াবহতা – দুই দিনে রাজশাহী মেডিকেলে ১৩ জনের মৃত্যু !!
প্রা’ণঘাতী করোনার প্রকোপ বেড়েছে পুরো বিশ্বজুড়ে। দেশজুড়ে এর প্রভাবও দিন দিন ভয়ংকর পর্যায়ে চলে যাচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত দুই দিনে প্রা’ণঘাতি এই ভাইরাস এবং এর উপসর্গ নিয়ে ১৩ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে শুধু বুধবার (১৪ এপ্রিল) রাতেই মারা গেছেন ৮ জন।
এছাড়া এর আগের দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৫ জনের মৃত্যু হয়। রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বুধবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন করোনা রোগী মারা গেছেন। এ ছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৫ জন।
মৃত্যুর পর তাদের করোনা পরীক্ষায় নমুনা নেওয়া হয়েছে। প্রতিবেদন পেলে সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তবে বাড়তি সর্তকতা হিসেবে স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।