সন্তানরা দেশের বাইরে, ২৪ ঘণ্টার ব্যবধানে করোনায় মারা গেলেন বাবা-মা !!
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। বাংলাদেশও এর বাইরে নয়। এই বিশেষ ধরনের ভাইরাসের সংক্রমণ নিয়ে দেশে-বিদেশে উদ্বেগ বাড়ছে। কিন্তু নিজেকে আর নিজের পরিবার, স্বজনদের রক্ষা করতে কতটুকু সচেতন আমরা?
প্রশ্ন থেকেই যায়।নতুন খবর হচ্ছে, নারায়ণগঞ্জের ফতুল্লায় ২৪ ঘণ্টার ব্যবধানে স্বামী ও স্ত্রী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
জানা যায়, তাদের সন্তানরা দেশের বাইরে থাকাতে কেউ আসতে পারেননি। তাদের দুই ছেলে আমেরিকা প্রবাসী এবং এক মেয়ে স্বামীর সংসারে ঢাকার রামপুরায় বসবাস করেন।