কাউকে ক্ষমতায় বসানো বা নামানো আমাদের উদ্দেশ্য নয় – হেফাজতে মহাসচিব !!
হেফাজতে ইসলামের মহাসচিব নুরুল ইসলাম জেহাদী বলেছেন, আমরা সরকার বিরোধী নই, কাউকে ক্ষমতায় বসানো বা নামানো আমাদের উদ্দেশ্য নয়।গতকাল শুক্রবার (১৬ এপ্রিল) বিবিসি বাংলায় হেফাজতে ইসলামের মহাসচিব নুরুল ইসলাম জেহাদী বলেন, দেশে সহিংসতা এবং মামুনুল হকের ঘটনা সংগঠনের ভাবমূর্তির জন্য সংকট তৈরি করেছে।
নুরুল ইসলাম জেহাদী বলেন, এখন আমাদেরকে সরকার প্রতিপক্ষ মনে করে, সব কাজে বাধা আসছে। যা সংকট ও বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে। সরকার এবং হেফাজতে ইসলাম হাত মিলিয়ে চলছিলো। কিন্তু এখন সম্পর্কের অবনতি আরও দৃশ্যমান হয়েছে। তবে হেফাজত এমন অবস্থা থেকে বেরিয়ে আসতে চায়।
নুরুল ইসলাম জেহাদী আরও বলেন, আমাদের প্রতিপক্ষ মনে করাটা সরকার ঠিক করছে না। আমরা তো প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী না। কারণ যারা রাজনীতি করে তারাই প্রতিদ্বন্দ্বী। আমাদের রাজনীতির কোনও এজেন্ডা নেই। আমাদের এজেন্ডা ইসলামী এজেন্ডা। কিছুটা ভুল বোঝাবুঝি হচ্ছে। যে কোন মূল্যে এই ভুল বোঝাবুঝির নিরসন হওয়া উচিত।