এক দিনের রিমান্ড শেষে পরীমনিকে কারাগারে পাঠালো আদালত!
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় তৃতীয় রিমান্ড শেষে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
শনিবার (২১ আগস্ট) দুপুরে তাকে মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এদিকে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পরিদর্শক গোলাম মোস্তফা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার অনুরোধ করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে বৃহস্পতিবার (১ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম পরীমনিকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরীমনি ও তার সহযোগী দিপুকে ছয় দিনের রিমান্ড শেষে ১৩ আগস্ট আদালতে হাজির করা হয়। সিআইডি পরিদর্শক গোলাম মোস্তফা তখন মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার অনুরোধ করেন।
এ সময় তাদের আইনজীবী মজিবুর রহমান আসামির পক্ষে জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্র জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের সাক্ষাতের অনুরোধ প্রত্যাখ্যান করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর নববধূকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।