প্রবাসে দোকান কর্মচারীর হাতে বাংলাদেশি খু’ন
শুক্রবার (২০ আগস্ট) দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপের (কেপটাউনে) মেসেল বে এলাকায় নিজের দোকান থেকে এক বাংলাদেশির হাত-পা বাঁ’ধা ম’রদেহ উ’দ্ধার করেছে দেশটির পু’লিশ। পরে তা ময়নাত’দন্তের জন্য হাসপাতাল ম’র্গে পাঠানো হয়।
জানা যায়, নিহত বাংলাদেশির নাম জামাল খান (৪৫)। জামাল খান নোয়াখার বেগমগঞ্জ উপজে’লার কুতুবপুর ইউনিয়নের আবদুল্লাহ পুর গ্রামের আলি আহম’দের ছে’লে। ১০ বছর আগে জীবিকার উদ্দেশ্যে তিনি দক্ষিণ আফ্রিকা’য় যান। তার মৃ’ত্যু’তে গ্রামের বাড়িতে শো’কের মাতম চলছে।
তার ব্যবসায়িক পার্টনার রফিক মিয়া জানান, বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে দোকান কর্মচারী জাম্বিয়ার নাগরিক জামালকে হাত-পা বেঁধে শ্বা’সরোধে হ’ত্যার পর ৭০ হাজার র্যান্ড (৩ লাখ ৯০ হাজার ২৪১ টাকা) নিয়ে পালিয়ে যান।ময়নাত’দন্তের পর তার ম’রদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।