বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে ধর্ষণের শিকার প্রবাসীর স্ত্রী!
নোয়াখালীর সেনবাগে বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক প্রবাসীর স্ত্রী (২২)। এ ঘটনায় সোমবার বিকেলে নির্যাতিত গৃহবধূ নারী ও শিশু নির্যাতন দমন আইনে সেনবাগ থানায় মামলা দায়ের করেছেন।
এর আগে শুক্রবার (২০ আগস্ট) রাত ১০ টার দিকে উপজেলার কাদরা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নির্যাতিতার গৃহবধূ জানান, গত শুক্রবার রাত ৯ টার দিকে তিনি তার বান্ধবীর জন্মদিনের পার্টিতে তাদের বাড়িতে যান। জন্মদিনের কেক কাটার পর স্থানীয় লেদু মিয়ার ছেলে সন্ত্রাসী ফরহাদের (২৫) নেতৃত্বে ৫-৬ জন লোক বাড়িতে আসে। সেই সময়, তারা রাজন নামে এক যুবকের সাথে সম্পর্ক থাকার জন্য মিথ্যা অভিযোগ করে, যিনি অনুষ্ঠানে আসেন এবং তাদের ফরহাদের ভবনে নিয়ে যান এবং তাদের আটক করেন। একপর্যায়ে তিনি ২০,০০০ টাকা দাবি করেন। পাওনা দিতে অস্বীকার করার পর রাজন বিভিন্ন জায়গায় ফোন করে কিছুক্ষণ পর তাকে ছেড়ে দেয়। পরে সন্ত্রাসীরা তাকে আটক করে বাজে প্রস্তাব দেয়। তা করতে না পেরে সন্ত্রাসী ফরহাদ রুমের দরজা বন্ধ করে তাকে ধর্ষণ করে। এ সময় ফরহাদের বন্ধুরা তাকে বাইরে পাহারা দেয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, নির্যাতিত গৃহবধূ এই ঘটনার প্রধান আসামি হিসেবে ফরহাদকে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।