অসুস্থ বাংলাদেশি প্রবাসীর সেবায় ৩ রাত হাসপাতালে কাটালো কফিল
সৌদি বাংলাদেশি প্রবাসী আদিল। মালিক আলী সীদ আসেরি কফিলের কাজ করতেন তিনি। হঠাৎ আদিলের শরীরে রোগের কারণে রক্তের তীব্র ঘাটতি। আদিল বিষয়টি মালিককে জানালে, মালিক এক মুহূর্ত দেরি না করে তাকে হাসপাতালে ভর্তি করে দেন। ভর্তিও করান সৌদির অন্যতম সেরা হাসপাতালে। এছাড়া ৩ রাত কর্মচারী আদিলের সেবাও করেছেন তিনি।
সম্প্রতি এমন একটি ফেসবুকে ছড়িয়ে পড়েছে এই খবর। খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশী আদিল অনেকদিন ধরে রয়েছেন সৌদি আরবে। দীর্ঘদিন কাজ করায় কফিলের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। অসুস্থতার কথা কফিল’কে জানানো’র পর তিনি নিজেই আদিল হোসেন নামক ওই বাংলাদেশিকে হাসপাতালে ভর্তি করায়।
আদিল জানায়, আমার কফিল মালিক আলী সীদ আসেরি আমার অ’সুস্থতা জানার পর সৌদির আবাহের অন্যতম সেরা হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। এমনকি তিনি গত ৩ রাত ধরে এখানে আমার সাথেই আছেন। আমাকে একটি শিশু’র মতো যত্ন নিচ্ছেন। এমন কাফিল পাওয়া সত্যি’ই ভাগ্যের ব্যাপার। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভা’ইরা’ল হলে সকল প্রবাসী’রা কফিলকে ধন্যবাদ জানায়।
এর আগে বাংলাদেশী এক সৌদি প্রবাসীর মালিক কুমিল্লার বরুড়া উপজেলার ১৪নং লক্ষীপূরের নলুয়া চাঁদপুর গ্রামে বাংলাদেশী এক কর্মী’র মায়ায় সৌদির নাগরিক (কর্মীর মালিক) বাংলাদেশে তাকে দেখতে এসেছিলেন।