প্রবাসীরা সাবধান! কাতারে অভিনব পদ্ধতিতে মা’দ’ক আমদানি
ফের কাতারে জব্দ করা হয়েছে নি’ষিদ্ধ মা’দক দ্রব্যের একটি চালান। গতকাল কাতার এয়ার কার্গো ও বিমানবন্দর শুল্ক বিভাগ এই নতুন চালান জ’ব্দ করার ঘটনা জানিয়েছে। নতুন এই মা’দকের নাম “মেথামফেটামিন ক্রাইসটেলস”। এটি “শাবো” নামেও খুব পরিচিত।
এই চালানের বিষয়ে কাতার শুল্ক বিভাগ জানায়, একটি কসমেটিক চালানের ভিতরে লুকিয়ে মা’দ’কদ্র’ব্যগুলো কাতারে আনার চেষ্ট করা হয়েছিল। কিন্ত বন্দরে তল্লাশি চালিয়ে এসব প্যাকেটের ভেতর থেকে ১ কেজি পরিমাণ এই মা’দ’ক জব্দ করা হয়।
কাতারে অ’বৈ’ধ মা’দ’ক আমদানি রোধ করতে কর্তৃপক্ষ ক্রমাগত কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। কর্তৃপক্ষ শুল্ক অফিসারদের’কে সব ধরনের সহায়তা দিয়ে আসছে। অত্যাধুনিক সব প্রযুক্তি ও প্রশিক্ষণ ব্যবহার করে কাতারে মা’দ’ক ঠেকাতে চলছে জোরদার নজরদারি।