কুয়েতে তিন বাংলাদেশী প্রবাসীকে ছু’রি’কা’ঘা’ত করল কুয়েতী নাগরিক

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের আবু হালিফার একটি বিল্ডিং এ অস্বাভিক অবস্থায় এক কুয়েতি নাগরিক তার সাথে থাকা কুকুর সহ ছু’রি নিয়ে ঢুকে পড়ে। এরপর ঐ বিল্ডিংয়ে থাকা তিন প্রবাসী বাংলাদেশীকে ছু;রি দিয়ে আ;ঘা;ত করে সে। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে দেশটির নিরাপত্তা বাহিনী।

ঐ অভিযুক্তকে গ্রে’ফতার করে আবু -হালিফার থানায় নিয়ে যাওয়া হয়। ঐ কুয়েতি নাগরিকের বিরুদ্ধে একটি মা’মলাও করা হয়েছে। এমনই খবর দিয়েছে কুয়েতের এক উর্ধ্বতন কর্মকর্তার টুইটার একাউন্ট এ।

তবে ঘটনা সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। জানা যায়নি ৩ বাংলাদেশির পরিচয়ও। এদিকে দুটি পৃথক ঘটনায় মা’দ’ক’দ্রব্য বিভাগ দুইজনকে গ্রে’প্তার করতে সক্ষম হয।

প্রথম ক্ষেত্রে একজন কুয়েতি নাগরিক ছিল যার সাথে ছিল ৩ কেজি চশমা এবং একটি কালাশনিকভ রাইফেল যার সাথে লাইসেন্স ছাড়াই প্রচুর পরিমাণে গো;লা;বা;রু;দ ছিল।

দ্বিতীয় ক্ষেত্রে একজন এশিয়ান প্রবাসীকে একজন তথ্যদাতার কাছ থেকে টিপ পাওয়ার পর গ্রে’ফতার করা হয়। তাকে ১ কেজি হে;রো;ই;ন এবং মেথসহ ধরা হয়, উভয়কেই উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *