দীর্ঘদিন ধরে দেবরের সাথে স্ত্রীর অবৈধ সম্পর্ক! অতঃপর দুইজন মিলে স্বামীকে খুন!
যশোরের ঝিকরগাছায় রফিকুল ইসলাম (৩২) নামে এক যুবক তার স্ত্রী ও ভাইয়ের হাতে নিহত হয়েছেন। শনিবার (৪ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৮ টার দিকে তার বাড়িতে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত রফিকুল ইসলাম ঝিকরগাছা উপজেলার বালিয়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তার স্ত্রী পাপিয়া দীর্ঘদিন ধরে রফিকুল ইসলামের ছোট ভাই জাকিরের সাথে অবৈধ সম্পর্ক করছিল। এই ঘটনার জেরে শনিবার বিকেলে তাদের মধ্যে সংঘর্ষ হয়। তারা রফিকুলকে মারধর করে। এক পর্যায়ে তিনি মারা যান।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।