ঘুরতে যাওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ করল তার আপন ফুফা!
রাজশাহীর বাগমারা উপজেলায় ১১ বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার ফুফাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ঘটনাটি ঘটেছে গ্রেপ্তার ফজলুর রহমানের বড়বিহানালী ইউনিয়নের ছোটকায়া গ্রামে।
স্থানীয়দের বরাত দিয়ে বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) মো। আফজাল হোসেন জানান, শিশুটির মা অনেক আগেই মারা গেছেন। বাবা আবার বিয়ে করে সংসার শুরু করেন। সেজন্য তিনি বিরক্ত এবং একাকী থাকতেন। তবে তার নিজের চাচা ফজলুর রহমান বাড়ির পাশেই থাকতেন। তিনি বাড়িতে যাতায়াত করতেন। শিশুর বিষণ্নতা এড়াতে, তিনি তাকে বিভিন্ন সময়ে মোটরসাইকেলে বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন। তিনি তার পছন্দের জিনিস কিনতেন।
ওসি আরও জানান, শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে ফুপা শিশুটিকে ফজলুর দেখার নামে তার বাড়িতে নিয়ে যায়। বাড়িতে কেউ না থাকায় ফজলুর তাকে ধর্ষণ করে। এছাড়াও তাকে কাউকে না বলার ভয় দেখান। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি তার সৎ মাকে জানানো হয়। ধর্ষক ফজলুরকে ওই রাতেই গ্রেপ্তার করা হয় শিশুটির মা তার বাবাকে জানানোর পর।
ওসি বলেন, “ছাত্রীর বাবা শুক্রবার রাতে ফজলুর রহমানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই অভিযুক্তকে রাতের অভিযানে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এছাড়া ভুক্তভোগীকে ভর্তি করা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।