হজরত ওমরের মত মানুষের সেবক হতে চাই: প্রাণ গোপাল দত্ত
অধ্যাপক প্রাণ গোপাল দত্ত কুমিল্লা-৬ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত হয়েছেন। দলীয় সভায় মনোনয়ন নিশ্চিত হওয়ার পর তার একটি বক্তব্য আবার সামনে আসে।
২০১৬ সালে একাদশ জাতীয় নির্বাচনের আগে এই আসনের প্রার্থী প্রাণ গোপাল দত্ত বলেন, হযরত ওমর (রা) এর মতো আমি মানুষের খবর নিতে চাই, তার মতো আমি রাতে মানুষের খবর নিতে চাই।
তিনি তার নির্বাচনী এলাকা চান্দিনায় নির্বাচনকে সামনে রেখে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন। যাইহোক সিনিয়র আওয়ামী লীগ নেতা অধ্যাপক আলী আশরাফ পরে মনোনয়ন পান। তবে আলী আশরাফের মৃত্যুর পর প্রাণ গোপালের ওপর ক্ষমতাসীন দলের আস্থা রয়েছে।
ড. প্রাণ গোপাল দত্ত বলেন, আমি চাই আপনি সত্যিই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করুন। তাহলে আমি এমপি হবো। আমি তোমার জন্য বড় গলায় কথা বলব। সারা পৃথিবীর মানুষ জানবে যে বাংলাদেশের কোন অংশে যদি সুষ্ঠু নির্বাচন হয়, তা হবে চান্দিনায়। ফজর ডাকলে আমি কাজে যাই, এবং রাত এগারোটার পর ফিরে আসি।
মুসলিম ভোটারদের উদ্দেশ্যে ড। প্রাণ গোপাল সেই বক্তৃতায় বললেন, আপনার কাছে আমার একটাই অনুরোধ; আপনি আপনার ধর্মে প্রার্থনা করবেন এবং আমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আল্লাহ আমাকে জীবন দান করুন। বাকি জীবন আমি মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারি।