জনগণ চায় না বিএনপি জামাত ক্ষমতায় আসুক : নিক্সন চৌধুরী
ফরিদপুর-৪ আসনের সাংসদ ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেন, বিএনপি অতীতে একটি জামায়াত সরকার গঠন করেছিল এবং চিহ্নিত যুদ্ধাপরাধীদের হাতে পতাকা দিয়ে ৩০ লাখ শহীদের উপহাস করেছে।
এ দেশের মানুষ আর কখনো সেই ভুল করবে না, তারা কখনোই দেখতে চায় না যে বিএনপি জামায়াত শিবির আবার ক্ষমতায় আসুক। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দেশের স্বাধীনতা রক্ষায় আওয়ামী লীগ বা শেখ হাসিনার বিকল্প নেই দেশ চালানোর জন্য।
এমপি নিক্সন আরও বলেন, বর্তমানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন। বাংলাদেশ তার হাত ধরে উন্নত বিশ্বে কাতারে পৌঁছে যাচ্ছে। শেখ হাসিনা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দিনরাত কাজ করে যাচ্ছে এবং দেশের উন্নয়ন করছে। এদিকে, এমপি নিক্সন চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানার জন্য উপস্থিত সকলের কাছে দোয়া কামনা করেছেন। সোমবার (১৩ সেপ্টেম্বর) ফরিদপুর সদর উপজেলার ধুলদিতে হল্যান্ড চিলড্রেনস হাউস প্রাঙ্গণে বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানার জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি নিক্সন চৌধুরী এ মন্তব্য করেন।